বিস্ময়কর চায়না ।। Surprising China
বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে আমরা সকলেই মোটামটি সারা বিশ্বের খবর জানতে পারি ঘরে বসেই। কিন্তু আজ চায়না নিয়ে আপনাদের যে তথ্য গুলি জানাবো তার সবগুলিই যে আপনার জানা নেই তা নির্দিধায় বলতে আমার কোন সংকোচ নেই। তাহলে চলুন শুরু করা যাক,
০১) পাহারাদার রাজহাসঃ
আমার ঠিক জানা নেই এই গুলি কোন প্রজাতির রাজহাঁস, কিন্তু এই রাজহাঁস গুলির শব্দ শোনার ক্ষমতা, বুদ্ধিমত্তা এবং সাহসীকতার জন্য এগুলিকে চাইনিজরা কুকুরের বদলে ব্যাবহার করছে। এ নিয়ে 'The Telegraph' পত্রিকার প্রতিবেদনটি পড়লেই বুঝে যাবেন।
বিস্তারিত পড়ুন »
আমার ঠিক জানা নেই এই গুলি কোন প্রজাতির রাজহাঁস, কিন্তু এই রাজহাঁস গুলির শব্দ শোনার ক্ষমতা, বুদ্ধিমত্তা এবং সাহসীকতার জন্য এগুলিকে চাইনিজরা কুকুরের বদলে ব্যাবহার করছে। এ নিয়ে 'The Telegraph' পত্রিকার প্রতিবেদনটি পড়লেই বুঝে যাবেন।
No comments:
Post a Comment