৭টি ঐতিহাসিক অভিশপ্ত জিনিষ ।। 7 Cursed Historical Objects
একটু খোঁজ নিলেই দেখা যাবে যে এমন অনেক জায়গা আছে যা ভূত-প্রেত দ্বারা পরিবেষ্ট, কিন্তু তার থেকেও অদ্ভুত কিছু জিনিষ আছে যে গুলিকে শুধু মাত্র চিন্তার ভুল ভেবে অভিশপ্ত জিনিষ কল্পনা না করে বরং সত্যিকার অর্থেই এগুলিকে অভিশপ্ত বলে ধারনা করা হয়; অন্তত্য কিছু ঘটনা তাই প্রমান করে। এবার আপনাদের জন্য এরকম প্রমানিত কিছু অবিশপ্ত জিনিষ।
০১) অভিশপ্ত আংটিঃ
অভিশপ্ত এই আংটিকে সকলেই চিনে 'Rudolph Valentino's Ring' নামে। যখন শব্দহীন সিনেমা চালু হল তৎকালীন সময়ে 'Rudolph Valentino' নামে এক ব্যাক্তি বাঘের চোখের সদৃশ্য পাথরের এই আংটি-টি কিনে তার এক কাছের বন্ধুকে দেখালেন। সে দিনই তার বন্ধু স্বপ্নে দেখতে পান যে Rudolph Valentino বিবর্ণ হতে মৃত্যুবরণ করছেন। সত্যিকার অর্থেই তিনি মারা যান; আর তার মৃত্যুর পরে তার এই আংটি-টি দেওয়া হয় তার প্রেমিকা 'Pola Negri' কে। Pola Negri-ও এই আংটি-টি পড়ার কিছু দিন পরে মারা যান। পরবর্তীতে Rudolph Valentino এর জীবনি নিয়ে বানানো সিনেমা-তে যে অভিনেতা Rudolph Valentino এর চরিত্রে অভিনয় করেছিলেন, তিনি অভিনয়ের কারনে এই আংটি-টি পড়েন এবং পরবর্তীতেও তিনি মারা যান।
বিস্তারিত পড়ুন »
অভিশপ্ত এই আংটিকে সকলেই চিনে 'Rudolph Valentino's Ring' নামে। যখন শব্দহীন সিনেমা চালু হল তৎকালীন সময়ে 'Rudolph Valentino' নামে এক ব্যাক্তি বাঘের চোখের সদৃশ্য পাথরের এই আংটি-টি কিনে তার এক কাছের বন্ধুকে দেখালেন। সে দিনই তার বন্ধু স্বপ্নে দেখতে পান যে Rudolph Valentino বিবর্ণ হতে মৃত্যুবরণ করছেন। সত্যিকার অর্থেই তিনি মারা যান; আর তার মৃত্যুর পরে তার এই আংটি-টি দেওয়া হয় তার প্রেমিকা 'Pola Negri' কে। Pola Negri-ও এই আংটি-টি পড়ার কিছু দিন পরে মারা যান। পরবর্তীতে Rudolph Valentino এর জীবনি নিয়ে বানানো সিনেমা-তে যে অভিনেতা Rudolph Valentino এর চরিত্রে অভিনয় করেছিলেন, তিনি অভিনয়ের কারনে এই আংটি-টি পড়েন এবং পরবর্তীতেও তিনি মারা যান।
No comments:
Post a Comment