ভয়ংকর ইন্দোনেশিয়ার লোককথা
বাংলা লোককথায় কত ভূত পেত্নী আর রাক্ষস খোক্কসের গল্প শুনেছেন ছোট বেলায়। এগুলা যেন অলংকৃত করে রেখেছে আমাদের লোকশিল্পকে। ঠিক এমনই ভাবে বিভিন্ন দেশের কৃষ্টিকালচারে রয়েছে বিভিন্ন ধরনের গল্পকথা। এর আগে আপনাদের জানিয়েছিলাম জাপানের লোককথা, আজ আপনাদের শুনাবো ইন্দোনেশিয়ার প্রচলিত কয়েকটি গল্পকথা। যা শুনে আপনার শরীরের সব ক'টি লোপ দাঁড়িয়ে যেতে পারে। তাহলে চলুন জেনে নেই জাপানে প্রচলিত গল্পকথা গুলি,
Pocong:
মারা যাবার পরে, কবর দেবার সময় মৃত দেহকে সাদা কাপর দিয়ে মুড়িয়ে তার মাথার উপর একটা গিট আর পায়ের কাছে একটা গিট দেওয়া হয়। আর কবর দেবার পরে তারা তাদের ইচ্ছা অনুযায়ী কবর থেকে বেরিয়ে আসতে পারে পার্থিব দুনিয়ায়। যেহেতু তাদের হাত পা বাঁধা থাকে তাই তারা লাফিয়ে লাফিয়ে চলে। এদের চেহারা অনেক সময় সাদা, গলিত বা অনেক সময় মাংস বাদে শুধু কঙ্কালও থাকতে পারে। এদের এরকম ফিরে আসার কারন হচ্ছে, তাদের অসম্পূর্ন কাজ। আর সেই কাজের জন্যই এরা বাইরে বেরিয়ে আসে। যেহেতু এদের হাত বাঁধা থাকে তাই এরা অনেক সময় আপনার দরজায় ধাক্কা দিয়ে থাকে তাদের মাথা দিয়ে।
বিস্তারিত পড়ুন »
মারা যাবার পরে, কবর দেবার সময় মৃত দেহকে সাদা কাপর দিয়ে মুড়িয়ে তার মাথার উপর একটা গিট আর পায়ের কাছে একটা গিট দেওয়া হয়। আর কবর দেবার পরে তারা তাদের ইচ্ছা অনুযায়ী কবর থেকে বেরিয়ে আসতে পারে পার্থিব দুনিয়ায়। যেহেতু তাদের হাত পা বাঁধা থাকে তাই তারা লাফিয়ে লাফিয়ে চলে। এদের চেহারা অনেক সময় সাদা, গলিত বা অনেক সময় মাংস বাদে শুধু কঙ্কালও থাকতে পারে। এদের এরকম ফিরে আসার কারন হচ্ছে, তাদের অসম্পূর্ন কাজ। আর সেই কাজের জন্যই এরা বাইরে বেরিয়ে আসে। যেহেতু এদের হাত বাঁধা থাকে তাই এরা অনেক সময় আপনার দরজায় ধাক্কা দিয়ে থাকে তাদের মাথা দিয়ে।
No comments:
Post a Comment