“মুক্তচিন্তার চর্চা”র মোড়কে তার ‘মুক্তমনা’ ব্লগে ইসলাম ও মুসলিম বিদ্বেষের মহোৎসব
লেখাটি সংগ্রহিত 'দৈনিক প্রথম বাংলাদেশ' নামক পত্রিকা হতে। এই লেখার দ্বায় কোন ভাবেই আমাদের উপর বর্তায় না। 'আমি জানতে চাই' ব্লগ এখানে ব্যাবহৃত কোন ছবির হোষ্টিং-ও করছে না।
বাংলা ভাষায় অান্তর্জাতিক পরিমণ্ডলে ইসলাম ও মুসলিম বিদ্বেষের সূতিকাগার হচ্ছে ‘মুক্তমনা’ ব্লগ, আর এর প্রধান পৃষ্ঠপোষক ছিলেন অভিজিৎ রায়। ‘মুক্তমনা’ সদস্যদের সক্রিয় অংশগ্রহণেই গড়ে উঠেছে ‘ধর্মকারী’র মতো ধর্ম (মূলতঃ ইসলাম ও মুসলিম) নিয়ে রুচি-বিকৃত কৌতুকের সাইট। অভিজিৎ রায় নিজে কিছুটা কৌশলের আশ্রয় নিয়ে এই খেলায় লিপ্ত হলেও মুক্তমনায় তারই পৃষ্ঠপোষকতায় চলে ইসলাম ও মুসলিম বিদ্বেষের মহোৎসব। ধূর্ত অভিজিৎ রায় নিজে নিরপেক্ষতার চাদরে মুখ ঢাকতে গিয়ে নির্ভেজাল তথ্যের ভিত্তিতে অন্যান্য ধর্মের একটু-আধটু সমালোচনাও কখনো-সখনো করেন বটে; কিন্তু সাথে সাথেই বিকৃত তথ্য আর মিথ্যার আশ্রয় নিয়ে ইসলাম সমালোচনার বাহানায় ইসলাম-বিদ্বেষের বিষবাষ্প ছাড়তে ভুল করেন না কখনোই।
বিস্তারিত পড়ুন »
No comments:
Post a Comment