বিশ্বের সর্বপ্রথম ত্রিমাতৃক প্রিন্ট করা সুপারকার
বর্তমান সময়ে ত্রিমাতৃক প্রিন্ট পদ্ধতির বেশ উন্নতি ঘটেছে। ছোট খাট খেলনার জিনিষ থেকে শুরু করে নানাবিধ জিনিষ বর্তমানে নিমিষেই প্রিন্ট করা সম্ভব এই ত্রিমাতৃক প্রিন্টার দিয়ে। আর বিশেষজ্ঞরা যে এর উন্নতি সাধনে দিন রাত কাজ করে যাচ্ছে তার প্রমাণ 'Blade' (ব্লেড) নামেই এই সুপারকারটি। এই গাড়িটি সম্পূর্নটাই তৈরি করা হয়েছে ত্রিমাতৃক প্রিন্টারের মাধ্যমে। আর এটি যে ১০০% পরিবেশ বান্ধব আর এই পদ্ধতিতে গাড়ি তৈরির যে উজ্জ্বল ভবিষ্যত রয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
বিস্তারিত পড়ুন »
No comments:
Post a Comment