ডাইনিদের কূপ
আচ্ছা কূপ বলতে আমরা কি বুঝি? ঐ যে দড়িতে বালতি ঝুলিয়ে গভীর কূপ দিয়ে পানি তোলার দৃশ্যটাই যেন স্বাভাবিক তাই না? আচ্ছা যদি বলি, এমন কূপও আছে যেটার বাইরেই দড়িতে বালতি ঝুলে থাকে, আর পানি উপচে পরে কূপ বেয়ে। আর এত বেশি পানি গড়িয়ে পরে যে কূপের চারিপাশে মোটামটি ছোট খাট একটা বন্যা হয়ে যায়। কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হবারই কথা কিন্তু সত্যি সত্যি আছে এরকম এক কূপ আর এই কূপের নাম 'ডাইনিদের কূপ'।
বিস্তারিত পড়ুন »
No comments:
Post a Comment