অমীমাংসিত ভারতীয় রহস্য (১ম পর্ব)
ভারতীয় সংস্কৃতি আর সভ্যতা বলা চলে বিশ্বের সব থেকে পুরাতন সভ্যতা গুলির মধ্যে অন্যতম। এই সভ্যতায় যে কত কিছু আছে তা বলে হয়ত শেষ করা যাবে না। এই যেমন ধরুন 'পৃথিবীর সর্ব প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়' প্রতিষ্ঠিত হয়েছিল এই সভ্যতায়। যা হোক আজ আপনাদের জানাব এই ভারতীয় সভ্যতার ১০টি অমীমাংসিত রহস্য। তাহলে চলুন শুরু করা যাক প্রথম পর্ব।
১০) রাইট ভাইদের আগেই ভারতে আবিস্কার হয়েছিল উড়োজাহাজঃ
উড়োজাহাজের অবিস্কারক কে? এই প্রশ্নের জবাবে নিঃশ্চই এক বাক্যে সবাই বলে উঠবেন রাইট ভাতৃদ্বয়। আসলেই মানব ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল এরা। কিন্তু যদি বলি রাইট ভাইদের এই আবিস্কারের প্রায় এক দশক আগেই আবিস্কার হয়েছিল উড়োজাহাজ। কি অবাক হচ্ছেন? বেশ পুরাতন 'Deccan Herald' এবং 'Times of India' পত্রিকার সংস্করণ দেখলে এর প্রমান মেলে। আর এই উড়োজাহাজ তৈরি করেছিলেন 'শিবকর বাপুজি তলপাদ্দে' (Shivkar Bapuji Talpade)। মহারাষ্ট্রে জন্ম নেওয়া শিবকর বাপুজি তলপাদ্দে যে শুধু উড়োজাহাজ বানিয়েছেন তাই নয়, ১৮৯৫ সালে তিনি যে উড়োজাহাজ উড়িয়েছিলেন সেটি ছিল মানুষ বিহীন প্রথম উড়ন্ত উড়োজাহাজ ছিল। যদিও প্রথম উড্ডয়নেই দূর্ঘটনায় উড়োজাহাজটি ধ্বংস হয়ে যায়। আর এই উড়োজাহাজের নাম দেওয়া হয়েছিল 'মারুথসখা' (MarutSakha)। শিবকর এই উড়োজাহাজের নকশা পান তার গুরুর কাছ থেকে আর এই উড়োজাহাজের ইঞ্জিন ছিল মারকিউরি আয়ন ইঞ্জিন। তিনি তার এই আবিস্কার নিয়ে খুব বেশি একটা গবেষণা করার সুযোগ পান নি অর্থের অভাবে। আর তার এই আবিস্কারের জন্য তিনি কোন স্বীকৃতি পান নি।
বিস্তারিত পড়ুন »
উড়োজাহাজের অবিস্কারক কে? এই প্রশ্নের জবাবে নিঃশ্চই এক বাক্যে সবাই বলে উঠবেন রাইট ভাতৃদ্বয়। আসলেই মানব ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল এরা। কিন্তু যদি বলি রাইট ভাইদের এই আবিস্কারের প্রায় এক দশক আগেই আবিস্কার হয়েছিল উড়োজাহাজ। কি অবাক হচ্ছেন? বেশ পুরাতন 'Deccan Herald' এবং 'Times of India' পত্রিকার সংস্করণ দেখলে এর প্রমান মেলে। আর এই উড়োজাহাজ তৈরি করেছিলেন 'শিবকর বাপুজি তলপাদ্দে' (Shivkar Bapuji Talpade)। মহারাষ্ট্রে জন্ম নেওয়া শিবকর বাপুজি তলপাদ্দে যে শুধু উড়োজাহাজ বানিয়েছেন তাই নয়, ১৮৯৫ সালে তিনি যে উড়োজাহাজ উড়িয়েছিলেন সেটি ছিল মানুষ বিহীন প্রথম উড়ন্ত উড়োজাহাজ ছিল। যদিও প্রথম উড্ডয়নেই দূর্ঘটনায় উড়োজাহাজটি ধ্বংস হয়ে যায়। আর এই উড়োজাহাজের নাম দেওয়া হয়েছিল 'মারুথসখা' (MarutSakha)। শিবকর এই উড়োজাহাজের নকশা পান তার গুরুর কাছ থেকে আর এই উড়োজাহাজের ইঞ্জিন ছিল মারকিউরি আয়ন ইঞ্জিন। তিনি তার এই আবিস্কার নিয়ে খুব বেশি একটা গবেষণা করার সুযোগ পান নি অর্থের অভাবে। আর তার এই আবিস্কারের জন্য তিনি কোন স্বীকৃতি পান নি।
No comments:
Post a Comment