রোবট ফোন
আচ্ছা স্মার্ট মোবাইল ফোন আসলে কতটা স্মার্ট হতে পারে? এই চিন্তা করতে যেয়ে নিশ্চয়ই ভাবছেন অনেক বেশি র্যাম আর রম থাকবে আর হয়ত অনেক বেশি সেন্সর থাকবে যা দিয়ে আশেপাশের পরিবেশ সম্পর্কে আরো অনেক বেশি ধারনা পাবে। তাই না? কিন্তু যদি বলে সেই ফোন নড়াচড়া করতেও সক্ষম থাকবে, এমনকি আপনার সাথে সে নাচতেও থাকবে। কি বিশ্বাস হচ্ছে না তাই না? এরকমই মোবাইল এনেছে জাপানের বিখ্যাত নির্মাতা প্রতিষ্ঠান 'শার্প' (Sharp)। আর এই ফোনের নাম 'Robohon'। এই ফোন যে কত কিছু করতে পারে তা নিজে না দেখল বিশ্বাস করবেন না। তাহলে চলুন দেখে নেই Robohon এর উপর বানানো একটি ভিডিও প্রতিবেদন।
বিস্তারিত পড়ুন »
No comments:
Post a Comment