মানুষের পুরাতন ব্যবহার্য জিনিষপত্র (১ম পর্ব)
মানুষের ইতিহাস কিন্তু বেশ পুরাতন। বিজ্ঞানের ভাষায় ডায়নোসরের বিলুপ্তির পর থেকেই এই পৃথিবীতে স্তন্যপায়ী প্রাণীদের প্রাদুর্ভাব বেড়ে যায়। আর তারমধ্যে সব থেকে প্রাদুর্ভাব বাড়ে মানুষ নামের স্তন্যপায়ী প্রাণীদের। যা হোক এসব ভারী ভারী কথা বাদ দিয়ে এবার আসল কথায় আসি। মানুষের ইতিহাস ঘাটলে দেখা যায় বেশ আগের থেকেই মানুষ তার নিজের প্রয়োজনেই অনেক কিছুই তৈরি করেছে। আর আজ এ নিয়েই আমাদের এই আয়োজন। আজ আপনাদের পরিচয় করিয়ে দিব মানুষের পুরাতন ব্যবহার্য ১৫টি জিনিষপত্র।
০১) সব থেকে পুরাতন মুজাঃ
এই মুজা প্রায় ১,৫০০ বছর পুরাতন। এই মুজা গুলি উল দিয়ে তৈরি করা হয় ইজিপ্টে। স্যান্ডেলের সাথে পরার জন্য তৈরি করা হয় এই মুজা জোড়া। মুজাটি তৈরি সাল ৩০০ থেকে ৪৯৯ শতাব্দির দিকে। আর এই মুজা খুঁজে পাওয়া যায় ১৯ শতকে।
এই মুজা প্রায় ১,৫০০ বছর পুরাতন। এই মুজা গুলি উল দিয়ে তৈরি করা হয় ইজিপ্টে। স্যান্ডেলের সাথে পরার জন্য তৈরি করা হয় এই মুজা জোড়া। মুজাটি তৈরি সাল ৩০০ থেকে ৪৯৯ শতাব্দির দিকে। আর এই মুজা খুঁজে পাওয়া যায় ১৯ শতকে।
No comments:
Post a Comment