টাইটানিক যাদুঘর
'টাইটানিক যাদুঘর' অনেকটাই সত্যিকার টাইটানিক জাহাজের মতই। ১৮ ফুট উচ্চতার টাইটানিক জাহাজের অর্ধেক অংশের আকৃতিতে নির্মিত এই যাদুঘর। এই যাদুঘরে ঘুরতে গেলেই আপনাকে যে টিকিট ধরিয়ে দেওয়া হবে তাতে লেখা থাকবে টাইটানিক জাহাজের কোন এক যাত্রির নাম। আর সেই নাম নিয়েই আপনাকে ঘুরতে হবে এই যাদুঘরে। এই যাদুঘর নির্মিত হয়েছে টাইটানিকের সব সৃতি নিয়ে। টাইটানিক জাহাজের আসবাবপত্র আর যাত্রীদের ছবি নিয়েই গড়ে তোলা হয়েছে এই যাদু ঘর। এই যাদুঘরের প্রতিষ্ঠাতার নাম 'জন জসলা' (John Josly)।
বিস্তারিত পড়ুন »
No comments:
Post a Comment