২৫টি জনগোষ্ঠীতে পূর্ণঃবয়স্ক হয়ে ওঠা মোটেও সহজ কাজ নয় (২য় পর্ব)
পূর্বের পর্বঃ ২৫টি জনগোষ্ঠীতে পূর্ণঃবয়স্ক হয়ে ওঠা মোটেও সহজ কাজ নয় (১ম পর্ব)
ছোট বেলা থেকেই মোটামুটি আমরা সকলেই ভাবতাম বড় হব কবে? উফ কত পরীক্ষা আর কত যন্ত্রনা ভোগ করে না বাল্যকালকে অতিক্রম করে আজ আমরা যৌবনে পা দিয়েছি। আচ্ছা যদি বলি আমাদের থেকেও অনেক বিপদজনক পরীক্ষা অতিক্রম করে অনেক প্রজাতির মানুষেরা প্রমান করে, তারা সত্যিকার অর্থেই যৌবনে পা দিয়েছে। কি ভাবছেন? কি এমন পরীক্ষা তা? আজ এ নিয়েই আলোচনা করব, আর আপনাদের জানাবো ২৫টি জনগোষ্ঠী সম্পর্কে। চলুন তাহলে শুরু করা যাক।
২০) শত্রুর বলিদানঃ
'এজটেক জানগোষ্ঠী'-তে সেনাবাহিনীর জন্য ছেলেদের প্রশিক্ষন দেওয়া শুরু হয় যখন তাদের বয়স ১৭ বছর হয়। আর তাদের পূর্নঃবয়স্ক হিসেবে তখনই স্বীকৃতি দেওয়া হত যখন তারা তাদের শত্রু জনগোষ্টীর একজনকে বন্দি হিসেবে আটক করে নিয়ে আসব এবং তার বলি দিত।
বিস্তারিত পড়ুন »
'এজটেক জানগোষ্ঠী'-তে সেনাবাহিনীর জন্য ছেলেদের প্রশিক্ষন দেওয়া শুরু হয় যখন তাদের বয়স ১৭ বছর হয়। আর তাদের পূর্নঃবয়স্ক হিসেবে তখনই স্বীকৃতি দেওয়া হত যখন তারা তাদের শত্রু জনগোষ্টীর একজনকে বন্দি হিসেবে আটক করে নিয়ে আসব এবং তার বলি দিত।
No comments:
Post a Comment