২৫টি জনগোষ্ঠীতে পূর্ণঃবয়স্ক হয়ে ওঠা মোটেও সহজ কাজ নয় (১ম পর্ব)
ছোট বেলা থেকেই মোটামুটি আমরা সকলেই ভাবতাম বড় হব কবে? উফ কত পরীক্ষা আর কত যন্ত্রনা ভোগ করে না বাল্যকালকে অতিক্রম করে আজ আমরা যৌবনে পা দিয়েছি। আচ্ছা যদি বলি আমাদের থেকেও অনেক বিপদজনক পরীক্ষা অতিক্রম করে অনেক প্রজাতির মানুষেরা প্রমান করে, তারা সত্যিকার অর্থেই যৌবনে পা দিয়েছে। কি ভাবছেন? কি এমন পরীক্ষা তা? আজ এ নিয়েই আলোচনা করব, আর আপনাদের জানাবো ২৫টি জনগোষ্ঠী সম্পর্কে। চলুন তাহলে শুরু করা যাক।
২৫) বুলেট পিপড়ার দস্তানাঃ
আচ্ছা আপনারা কি বুলেট পিপড়াকে চিনেন? না চিনলে 'পিঁপড়া সমাচার' এবং '৮টি ভয়ংকর কীটপতঙ্গ' লেখা দু'টি পড়লে স্পষ্ট ধারনা পেয়ে যাবেন কেমন ভয়ংকর এই পিপড়া। 'সাতেরি-মাওয়ে' (Satere- Mawe) জাতিগোষ্ঠীর ছেলেরা নিজেদের যৌবনে পদার্পন প্রমানের জন্য প্রায় ১০ মিনিটের মত এই দস্তানা পরে থাকে। যে যত বেশি সময় এটি পরে থাকতে পারে তাকে ততবেশি শক্তিশালী ভাবা হয়।
বিস্তারিত পড়ুন »
আচ্ছা আপনারা কি বুলেট পিপড়াকে চিনেন? না চিনলে 'পিঁপড়া সমাচার' এবং '৮টি ভয়ংকর কীটপতঙ্গ' লেখা দু'টি পড়লে স্পষ্ট ধারনা পেয়ে যাবেন কেমন ভয়ংকর এই পিপড়া। 'সাতেরি-মাওয়ে' (Satere- Mawe) জাতিগোষ্ঠীর ছেলেরা নিজেদের যৌবনে পদার্পন প্রমানের জন্য প্রায় ১০ মিনিটের মত এই দস্তানা পরে থাকে। যে যত বেশি সময় এটি পরে থাকতে পারে তাকে ততবেশি শক্তিশালী ভাবা হয়।
No comments:
Post a Comment