বিশ্বের ১০টি ক্ষুদ্রতম প্রাণী
প্রতিদিনই তো আপনারা হাজার হাজার পশু-পাখি, কীট-পতঙ্গ দেখে থাকেন। সত্যি সত্যি না দেখলেও টেলিভিশনে নিশ্চয়ই দেখেন। ডিসকভারি নয়তো ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল খুললেই তো কতো রকমের পশু-পাখি আর কীট-পতঙ্গ দেখা যায় তার কোনো ইয়ত্তা নেই। এসব জীবজন্তুদের দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এদের কাজ কারবারও অনেক মজার। তবে সবচাইতে ভালো দিকটা হচ্ছে আমরা এসব প্রাণীদের আচার আচরণ আর জীবনযাত্রা সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে পারি। আজকে আপনাদের জ্ঞানের ভান্ডারে আরও কিছু নতুন তথ্যের সংযোজন করে নেন। আজকে আমরা জানবো কিছু ক্ষুদ্রতম প্রাণীদের সম্পর্কে।
০১) পিগমি বানরঃ
এই বানরের নাম 'Pygmy Marmoset'। বাংলায় এর কোন নাম না থাকার কারনে একে আমরা 'পিগমি বানর' নামেই চিনি। এটি পৃথিবীর সব থেকে ক্ষুদ্রতম বানর প্রজাতি। এর ওজন সর্বচ্চ ১১০ গ্রাম থেকে ১৪০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে। আর এর উচ্চতা সর্বচ্চ ১৫ সেঃমিঃ। আর এদের বসবাস আমাজনের গহীন অরণ্যে।
বিস্তারিত পড়ুন »
এই বানরের নাম 'Pygmy Marmoset'। বাংলায় এর কোন নাম না থাকার কারনে একে আমরা 'পিগমি বানর' নামেই চিনি। এটি পৃথিবীর সব থেকে ক্ষুদ্রতম বানর প্রজাতি। এর ওজন সর্বচ্চ ১১০ গ্রাম থেকে ১৪০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে। আর এর উচ্চতা সর্বচ্চ ১৫ সেঃমিঃ। আর এদের বসবাস আমাজনের গহীন অরণ্যে।
No comments:
Post a Comment