বিশ্বের সব থেকে বৃহৎ নারী এবং তার যুদ্ধ ।। World Largest Woman & Her War
আজ আপনাদের পরিচয় করিয়ে দেইব 'Mayra Rosales' এর সাথে। আর হ্যাঁ Mayra Rosales হচ্ছেন পৃথিবীর সব থেকে ভারী বা বৃহৎ নারীর রেকর্ডধারী। যদিও এই রেকর্ড কোন নারী প্রত্যাশী নন তারপরেও অনিচ্ছা সত্যেও তিনিই এই রেকর্ডের মালিক। তার সর্বোচ্চ ওজন রেকর্ড করা হয় ১,০৩৬ পাউন্ড বা ৪৭০ কেজি।
তিনি প্রথম সকলের নজরে আসেন ২০০৮ সালে; যখন তার উপর নিজ ভাগিনার হত্যার আরোপ করা হয়। এরপর তার পরিচিতি ছড়িয়ে পরে কিন্তু এটা মোটেও সুখকর ছিল না। সকলেই তাকে চিনত 'Giant Killer' নামে।
বিস্তারিত পড়ুন »
তিনি প্রথম সকলের নজরে আসেন ২০০৮ সালে; যখন তার উপর নিজ ভাগিনার হত্যার আরোপ করা হয়। এরপর তার পরিচিতি ছড়িয়ে পরে কিন্তু এটা মোটেও সুখকর ছিল না। সকলেই তাকে চিনত 'Giant Killer' নামে।
No comments:
Post a Comment