হযরত নূহ (আঃ) এর নৌকার খোঁজে ।। In Search Of Hazrat Nooh (AS) Ark
মহাপ্লাবনের কথা জানেন না এমন কোন ব্যাক্তি নাই এই পৃথিবীর বুকে। আজ আপনাদের সেই মহাপ্লাবনের কথাই বলব তবে সে সময়ের ঘটে যাওয়া ঘটনা নিয়ে নয় বরং হযরত নূহ (আঃ) যে নৌকা বানিয়েছিলেন আল্লাহর নির্দেশে, সেই নৌকা খুঁজে পাবার ঘটনা বলব আজ আপনাদের। তাহলে চলুন শুরু করা যাক হযরত নূহ (আঃ) এর বানানো নৌকা খুঁজে পাবার গল্প, তবে এটি আদৌ নূহ (আঃ) নৌকা কিনা তার সিদ্ধান্ত আপনি-ই নিবেন আমি শুধু মাত্র তথ্য-উপাথ্য উপস্থাপন করব।
![]() |
১৯৫৯ সালে তোলা ছবি |
ঘটনার শুরু হয় ১৯৫৯ সালে, সে সময় তুর্কির সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন 'Llhan Durupinar' যখন বিমান যোগে তোলা তার এলাকার ছবি গুলি পর্যবেক্ষন করছিলেন তখন তিনি আবিস্কার করলেন একটা অস্বাভাবিক স্থান। যেটির পৃষ্ট ছিল আশেপাশের স্থান গুলির থেকে অনেকটা মসৃণ আর এর আকৃতি ছিল ফুটবল মাঠের থেকেও বড়। আর এটির অবস্থান ছিল ইরানের সাথে তুর্কির সিমান্ত অঞ্চলে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৬,৩০০ ফুট উপরে পাহাড়ের চূড়ায়।
বিস্তারিত পড়ুন »
No comments:
Post a Comment