অবিশ্বাস্য ১২ টি প্রত্নতাত্ত্বিক খোঁজ ।। Amazing 12 Archaeological Find
আমারা আমাদের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য বা ইতিহাস সম্পর্কে আসলে কতটুকু জানি? অতীতের এমন কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে যা আমাদের বরাবর অবাক করে। এমন কি বর্তমানের আধুনিক যুগেও আমরা কল্পনাও করি তেমন কোন কিছু তৈরি করতে যা আমাদের পূর্বপুরুষেরা তৈরি করেছিল। এর মধ্যে অনেক কিছুই ধ্বংস হয়ে গেছে। আবার অনেক নতুন নতুন অবাক করার মত প্রত্নতাত্ত্বিক খোঁজ মিলছে যা মানুষকে বরাবরের মতই অবাক করে চলেছে। আজ আপনাদের সামনে উপস্থাপন করব এরকম ১২টি প্রত্নতাত্ত্বিক খোঁজ যা আপনাকে অবাক করতে বিন্দুমাত্র কার্পন্য করবে না। তাহলে চলুন শুরু করা যাক।
১২) অসমাপ্ত স্মারকস্তম্ভঃ
সরাসরি গ্রানাইড পাথরের পাহাড় কেটে বানাবার কাজ চলছিল এই স্মারকস্তম্ভের। কিন্তু স্তম্ভের মাঝ বরাবর ফাটল দেখা দেবার কারনে এটি তৈরির কাজ অসম্পূর্ন থেকে যায়। ঐতিহাসবিদদের অবাক করে দেয় এই স্তম্ভ দুটি কারনে। প্রথমত, এটি তৈরি করা হয়েছে গ্রানাইট পাথর কেটে আর তৎকালীন সময় এরকম নিখুঁত ভাবে পাথর কাটার সরঞ্জাম সম্পর্কে এখন পর্যন্ত তাদের কোন ধারনা আর যে গুলির খোঁজ পাওয়া যায় তা দিয়ে এত বড় আঁকারে আর নিখুঁত ভাবে পাথর কাঁটা এক কথায় অসম্ভব। দ্বিতীয়ত, এটি তৈরি করা হয়ে গেলে তার নিচে কিভাবে তারা কাটতো? আর না কাটলে এটি খাঁড়া করত কি ভাবে?
বিস্তারিত পড়ুন »
সরাসরি গ্রানাইড পাথরের পাহাড় কেটে বানাবার কাজ চলছিল এই স্মারকস্তম্ভের। কিন্তু স্তম্ভের মাঝ বরাবর ফাটল দেখা দেবার কারনে এটি তৈরির কাজ অসম্পূর্ন থেকে যায়। ঐতিহাসবিদদের অবাক করে দেয় এই স্তম্ভ দুটি কারনে। প্রথমত, এটি তৈরি করা হয়েছে গ্রানাইট পাথর কেটে আর তৎকালীন সময় এরকম নিখুঁত ভাবে পাথর কাটার সরঞ্জাম সম্পর্কে এখন পর্যন্ত তাদের কোন ধারনা আর যে গুলির খোঁজ পাওয়া যায় তা দিয়ে এত বড় আঁকারে আর নিখুঁত ভাবে পাথর কাঁটা এক কথায় অসম্ভব। দ্বিতীয়ত, এটি তৈরি করা হয়ে গেলে তার নিচে কিভাবে তারা কাটতো? আর না কাটলে এটি খাঁড়া করত কি ভাবে?
No comments:
Post a Comment