বন্দুকের সাইলেন্সার ।। Gun Silencer
প্রথমে চিন্তা করা যাক একটি বেলুনের কথা। ধরুন, আপনার এক হাতে একটি বেলুন আছে এবং অপর হাতে আছে একটি আলপিন। মাথায় হয়তো একটু দুষ্টু বুদ্ধি চাপলো। তাই সুন্দর করে বেলুনটিকে আলপিনের সাথে সাক্ষাত করিয়ে দিলেন। এই তো! সব শেষ!!! BOOMMMMM…!!!
কিন্তু এই আপনিই যদি বেলুনের পেছনে যেখানে গিঁট দেয়া আছে তা একটু খুলে দেন, তাহলে ভেতরের পুরো বাতাস ধীরে ধীরে বের হয়ে যাবে। ফলে কোনো শব্দই হবে না। আর ঠিক এমন একটি কৌশলই কাজে লাগানো হয়ে থাকে বন্দুকে ব্যবহৃত সাইলেন্সার-এর বেলায়।
বন্দুক থেকে বুলেট বের হবার প্রক্রিয়াটিকে কয়েকটি ছোট ছোট ধাপে ভাগ করে নেয়া যাক।
গুলি করার জন্য প্রথমেই বুলেটের পেছনের গান পাউডার-এ অগ্নিসংযোগ করা হয়। এই গান পাউডার তখন বেশ উচ্চ চাপযুক্ত গরম বায়ুর উৎপত্তি ঘটায়। উচ্চ চাপযুক্ত এই বায়ু পরে বুলেটটিকে দ্রুতবেগে ব্যারেলের মধ্য দিয়ে যেতে বাধ্য করে। এই বুলেটটিই যখন বন্দুকের ব্যারেল থেকে বের হচ্ছে, তখন ব্যাপারটি অনেকটা একটা বোতলের ছিপি খোলার মতো হয়ে যায় (শ্যাম্পেনের বোতল দিয়ে চিন্তা করতে পারেন, টম এন্ড জেরীতে যেমন দেখা যায় আর কি)।
বিস্তারিত পড়ুন »
কিন্তু এই আপনিই যদি বেলুনের পেছনে যেখানে গিঁট দেয়া আছে তা একটু খুলে দেন, তাহলে ভেতরের পুরো বাতাস ধীরে ধীরে বের হয়ে যাবে। ফলে কোনো শব্দই হবে না। আর ঠিক এমন একটি কৌশলই কাজে লাগানো হয়ে থাকে বন্দুকে ব্যবহৃত সাইলেন্সার-এর বেলায়।
বন্দুক থেকে বুলেট বের হবার প্রক্রিয়াটিকে কয়েকটি ছোট ছোট ধাপে ভাগ করে নেয়া যাক।
গুলি করার জন্য প্রথমেই বুলেটের পেছনের গান পাউডার-এ অগ্নিসংযোগ করা হয়। এই গান পাউডার তখন বেশ উচ্চ চাপযুক্ত গরম বায়ুর উৎপত্তি ঘটায়। উচ্চ চাপযুক্ত এই বায়ু পরে বুলেটটিকে দ্রুতবেগে ব্যারেলের মধ্য দিয়ে যেতে বাধ্য করে। এই বুলেটটিই যখন বন্দুকের ব্যারেল থেকে বের হচ্ছে, তখন ব্যাপারটি অনেকটা একটা বোতলের ছিপি খোলার মতো হয়ে যায় (শ্যাম্পেনের বোতল দিয়ে চিন্তা করতে পারেন, টম এন্ড জেরীতে যেমন দেখা যায় আর কি)।
No comments:
Post a Comment