বিশ্বের শীতলতম গ্রাম ।। The Coldest Village On Earth
হীমহীম ঠান্ডায় সকলেই জমে গেছেন নিশ্চয়ই, আহ!! ভীষণ ঠান্ডা বাইরে, একটু বাইরে বের হতে চাইলেই শীতকালীন সোয়েটার বা জ্যাকেট পরে বের হওয়া বাদে যেন কোন উপায় নেই। যা হোক এই শীতকালে চলুন আমরা ঘুরে আসি পৃথিবীর সব থেকে শীতল গ্রাম থেকে। এই গ্রামের নাম Oymyakon, আর এই গ্রাম রাশিয়ার ছোট একটি গ্রাম। এই গ্রামের ছবি গুলি তুলেছেন 'Amos Chapple' নামের একজন ফটোগ্রাফার। আর তার ছবিতেই আমরা ঘুরে দেখব বিশ্বের শীতলতম এই গ্রাম। তাহলে চলুন শুরু করা যাক,
এই রাস্তার নাম 'Road of Bones', আর একমাত্র এই রাস্তা দিয়েই প্রবেশ করতে হয় Oymyakon গ্রামে।
বিস্তারিত পড়ুন »
No comments:
Post a Comment